বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬

asropaser hata para mustafijur rahaman ar kada....

অস্ত্রোপাচার হতে পারে মুস্তাফিজুর রহমানের কাঁধে। চোটের ধরন সম্পর্কে আরো নিশ্চিত হতে আরেকবার এমআরআই করানো হবে মুস্তাফিজের বাঁ কাঁধে। তারপর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানায় বিসিবি।
বিসিবির সূত্রটি জানায়, ফিজকে নিয়ে বিন্দুমাত্র ঝুঁকি নেয়া হবে না। প্রয়োজনে অস্ত্রোপচার করা হবে বাঁহাতি এই পেসারের কাঁধে। গত নভেম্বরে জিম্বাবুয়ে সিরিজে বাঁ কাঁধে চোট পেয়েছিলেন মুস্তাফিজ। পুরোনো সেই চোটই নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে সাসেক্সে খেলতে গিয়ে। সঙ্গে নতুন কিছু জটিলতাও ধরা পড়েছে ইংল্যান্ডে করা এমআরআইতে।
মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যায় ইংল্যান্ডে চিকিৎসকের সঙ্গে দেখা করেছেন মুস্তাফিজ। বুধবার বিসিবিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস জানালেন, মুস্তাফিজকে নিয়ে খুবই সতর্ক বিসিবি।
‘ওর কাঁধে বাড়তি কিছু লিকুইড জমে আছে। আরেকটি এমআরআই করানো হবে ওখানে।  এরপর বুঝতে পারব আমাদের করণীয়। ইনজেকশন দেয়া হবে নাকি অপারেশন, সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে। ওখানকার চিকিৎসকদের মতামত শুনব আমরা, আমাদের ফিজিও-ডাক্তাররা তো আছেনই। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
এই ধরনের চোটের চূড়ান্ত সমাধান করতে হলে অস্ত্রোপচারের বিকল্প নেই। তবে অস্ত্রোপচার করলে মাস ছয়েকের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে পারেন মুস্তাফিজ। কিন্তু অক্টোবরে ইংল্যান্ড সিরিজ থেকে আগামী জুলাই পর্যন্ত টানা খেলা মুস্তাফিজের। সেক্ষেত্রে এখনই অস্ত্রোপচার করানো হবে কিনা, সেই প্রশ্নও থাকছে।
জালাল ইউনুস জানালেন, পরিস্থিতি যেটা দাবি করবে, সে অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে। অস্ত্রোপচার প্রয়োজন হলে সেটাই করা হবে। পরিস্থিতি মতোই ব্যবস্থা নেওয়া হবে। মুস্তাফিজ আমাদের বড় এক সম্পদ। ওকে নিয়ে কোনো ঝুঁকিই নেয়া হবে না।
একই ধরনের কাঁধের চোট তামিম ইকবাল ও নাসির হোসেনেরও সঙ্গী। তবে তাদের ক্ষেত্রে অস্ত্রোপচার ছাড়াই চলছে কাজ। সেটির ব্যাখ্যাও দিলেন জালাল ইউনুস। তিনি বলেন, ‘তামিম ও নাসির মূলত ব্যাটসম্যান। নাসির বোলিং করলেও মূল বোলার নয়। ওদের ক্ষেত্রে অস্ত্রোপচার ছাড়াই ম্যানেজমেন্ট সম্ভব। কিন্তু মু্স্তাফিজ পেসার, কাঁধের ওপর অনেক চাপ পড়ে। এই ইনজুরি যে কোনো সময়ই মাথাচাড়া দিতে পারে।’  বিডি নিউজ

শুক্রবার, ২২ জুলাই, ২০১৬

Get 8 GB free Internet on airtel ! 23/07/2016





http://dreamwayit.com
Airtel free web is most generally utilized hunt term as a part of the web. Individuals scan for airtel traps to get free web in their cell telephone. Our arbitrator group have been building up a working config records subsequent to a week for airtel clients. They have made a few till now. Here we have shared every single working trap for airtel to get free web on portable. In bundle, you will get new and also old working trap with the directions. We prescribe you to first read every one of the directions painstakingly and afterward utilize this airtel free web trap in your portable. 

This is the most recent overhaul of airtel traps July 2016. Recall that we upgrades this page in normal timeframes to include new config and new airtel free web traps. So bookmark this page to be overhauled with the most recent traps. The given airtel free web traps depend on vpnbook servers. We have checked this Airtel free gprs trap in many conditions of India by our arbitrator group and colleagues from the diverse states. They have presumed that this airtel trap is working impeccable in their zones. The working state names are given at the base of this post. 

You can utilize numerous applications like Facebook, Gmail, Whatsapp and can surf through Chrome and also default program in Mobile. In PC, you can utilize each product and skimming additional items. Web download supervisor is likewise bolstered with this aitel 3g traps. You can Increase download speed in IDM by IDM Optimizer 

This free airtel traps depend on TCP Port 443 working 100% in a state where TCP 443 convention is open. We have given the state names at the last where you can discover the states where this convention is open.